সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এফসির কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের বসুন্ধরা কিংসের। কিংসের চেয়েও শক্তিমত্তায় এগিয়ে থাকা শারজাহ এফসির সঙ্গে ভালোই লড়াই করেছে তারা। তবে শেষ পর্যন্ত শারজাহ’র ব্রাজিলিয়ান লুয়ান পেরেইরার জোড়া গোলে ২-০ গোলে হেরেছে কিংস।
এ পরাজয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক বাছাইয় থেকে বিদায় নিলো কিংস। এক ম্যাচের প্লে-অফে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে এখন এএফসি কাপে খেলবে তারা।
মঙ্গলবার (১৫ আগস্ট) প্রথমার্ধের ইনজুরি মিনিটে পেরেরার গোলে লিড নিয়েছিল স্বাগতিক শারজাহ। বিরতির পরপর দুর্দান্তভাবে খেলায় ফিরেছিল বসুন্ধরা কিংস।
প্রথম পনেরো মিনিট বেশ কয়েকটি আক্রমণ করেছিল অস্কারের শিষ্যরা। ডরিয়েল্টন ও মিগুয়েল ফেরেইরা গোলের নিশ্চিত দু’টি সুযোগও পেয়েছিলেন। তবে কিংস ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হন।