ভারতকে আওয়ামী লীগ সরকারের পক্ষ না নিয়ে মাতবরি থামাতে বললেন: গয়েশ্বর

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

- Advertisement -

ভারতের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নিজের ঘর সামলান, পরের ঘরের মাতবরি করা থামিয়ে দিন। ১৮ কোটি মানুষ যেখানে আছে, সেখানে কারও মাতবরি টিকে না, হাসিনার টিকে থাকার জন্য।’
advertisement

তিনি বলেন, ‘ভারত ২০১৪ সালের মতো, ২০১৮ সালের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। চ্যালেঞ্জ, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এটা বাস্তবায়ন করতে দেবে না।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আজকে কোন দেশ কী বলল, তাতে কিছু যায় আসে না। আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার নেতৃত্বে গণমিছিল বের হয়। গণমিছিলে আরও উপস্থিত আছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, রকিবুল ইসলাম বকুল, লিটন মাহমুদ, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবকদলের রাজীব আহসান, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ