বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নিরাপদে থেকে কর্মীদের ঝুঁকিতে ফেলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন। সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন। লন্ডনে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মী ও সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর শাহবাগে শিশু পার্কের সামনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি এ আয়োজন করে।
বিদেশে বিএনপির কূটনৈতিক তৎপরতার দিকে ইঙ্গিত করে ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি এখন বিদেশে ধরনা দিচ্ছে। বিদেশিদের হাতে-পায়ে ধরছে আর দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা মনে করছে, আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে, কিন্তু সেটি তারা পারবে না। কারণ, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ। আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে।’
অনুষ্ঠানে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক রাজীব শেখ মেরিন, উপদেষ্টা মোস্তফা জামান প্রমুখ বক্তব্য রাখেন।