সামনের তিন-চার মাস খুবই ক্রিটিক্যাল সময় : নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সামনের তিন-চার মাস খুবই ‘ক্রিটিক্যাল’ সময়। বৈশি^ক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগকে একই গতিতে এগোতে হবে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সবার আন্তরিকভাবে কাজ করা বাঞ্ছনীয়।

- Advertisement -

গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল সচিবালয়ে মো. খায়েরুজ্জামান মজুমদারের অর্থ বিভাগের সচিব হিসেবে বদলি এবং মো. নূরুল আলমের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সচিব হিসেবে যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।

মো. খায়েরুজ্জামান মজুমদার ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস-প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ১৩তম ব্যাচে বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারে যোগদান করে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে কাজ করেছেন। অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের অতিরিক্ত সচিব থেকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে গত ৩ জানুয়ারি যোগদান করেছিলেন তিনি।

মো. নূরুল আলম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা। মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কাজ করে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থেকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে গতকাল যোগদান করেন। এর আগে তিনি বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পূর্বে বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব) এনামুল হকের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ