মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
spot_img

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আরো ২ আসামি গ্রেফতার

আফসানা মিমি : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় জড়িত আরো দুই আসামীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দুইজন হলেন রাজীবুল ইসলাম রাজীব (২১) ও মামুনুর রহমান রাব্বী (২০)। গতকাল মঙ্গলবার গভীর রাতে লালখানবাজারের বাঘঘোনা একে খান স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।
পুলিশ জানায়, সুদীপ্ত হত্যা মামলায় গ্রেফতার ফয়সাল নূর পাপ্পুর জবানবন্দিতে নাম এসেছে রাজীব ও রাব্বীর। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। রাজীব ও রাব্বীসহ সুদীপ্ত হত্যা মামলায় এ পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বাকি পাঁচজন হলেন সালাউদ্দিন, মোক্তার, ফয়সাল আহমেদ পাপ্পু, খাইরুল নূর ইসলাম ওরফে খায়ের, আমির হোসেন ওরফে বাবু এবং রুবেল দে ওরফে চশমা রুবেল।
এর আগে গত বছরের ৬ অক্টোবর নগরের দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা বাবুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় সাত-আটজনকে আসামি করে মামলা (নং-৮(১০)১৭) করেন।

সর্বশেষ