চট্টগ্রামে রেলের ২৬৭ আসনের টিকেটসহ ২ টিকেট কালোবাজারী গ্রেপ্তার

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউরি এলাকা থেকে রেলেরও ২৬৭ আসনের টিকেটসহ ২জন টিকেট কালোবাজারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর (৪৬), মোঃ মাহাবুবুল হক (৪৫)।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এস এম ফজলুর রহমান ফারুকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরি মোড়ের পূর্বপাশ্বে গোলাম হোসেন এন্ড সন্স নামীয় ডেকোরেটরস দোকানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম-ঢাকা’র ২৬৭টি আসন টিকেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২ টিকেট কালোবাজারীকে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, অবৈধ টিকেটগুলো পরস্পর যোগসাজসে পলাতক আসামী মোঃ হেলাল, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাদেক, মিজান, সাইমনসহ একটি চক্র রেলওয়ে স্টেশনের কাউন্টারম্যান এবং আরএনবি বিভাগের কিছু অসাধু কর্মকর্তা/কর্মচারীদের মাধ্যমে সংগ্রহ করে দ্বিগুণ দামে কালোবাজারী করে আসছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ