মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
spot_img

চট্টগ্রামে কার্তুজসহ অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ

 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা লালদিঘী এলাকার একটি আবাসিক হোটেলে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শর্টগানের ২৫টি কার্তুজসহ এক অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে ।

আজ মঙ্গলবার (১০ জুলাই) হোটেল প্রবাসী(আবাসিক) এর ২য় তলার ১০১ নং কক্ষে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতের নাম নুর মোহাম্মদ প্রকাশ নুরু(৫৫)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা বিভাগের এসআই মোঃ আনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ গুলো পার্বত্য এলাকা ভিত্তিক সংগঠন জেএসএস এর অজ্ঞাত সদস্যর নিকট হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এনেছে বলে স্বীকার করেছে আসামী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ