বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের হারাবার কিছু নাই। আমরা পথে নেমেছি, আমরা রাস্তায় নেমে গেছি। আমরা পদযাত্রা করছি, আমরা রোড মার্চ করছি, আমরা সমাবেশ করছি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। এই আন্দোলন এখন আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে। সরকারকে বলব, সময় নেই, পদত্যাগ করেন।
আজ শুক্রবার রাজধানী ঢাকার প্রবেশদ্বার উত্তরার পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে মহানগর বিএনপির উত্তরের উদ্যোগে সরকার পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
একই দাবিতে রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রাজধানীর দুই প্রবেশদ্বারের অনুষ্ঠিত সমাবেশে জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার-ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।