মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
spot_img

‘সরকারকে আর চায় না গণতান্ত্রিক বিশ্বও’

শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, চলমান শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হবেই।

বুধবার বিকালে রাজধানীর গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক সমাবেশে নেতারা এসব কথা বলেন।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে এ সমাবেশ হয়। গাবতলী এসএ খালেক প্রোপার্টি চত্বরের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসসংলগ্ন ময়দানে সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গাবতলী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের পতন অবশ্যম্ভাবী। আজকে শুধু বাংলাদেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। একদফার আন্দোলনে আমাদের দাবি ন্যায্য। জনগণের পক্ষে আছি, জনগণ আমাদের পক্ষে আছে। সরকারের পতন হতেই হবে। যারা পতনের আন্দোলনে আছেন, তারা একদিন এই সরকারের পতন ঘটিয়েছেন বলে গৌরব করবেন।

তিনি বলেন, বিএনপিসহ দেশের যত গণতন্ত্রকামী দল আছে সবাই মিলে দাবি করেছে সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে যারা হালাল উপার্জন দিয়ে জীবিকা চালাতে পারে। এমতাবস্থায় সবাই পরিবর্তন চায়।

স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, ক্ষমতায় আসতে নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি সন্ত্রাস করে না। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিএনপির ওপর দোষ চাপায়। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা না নিলে এবং নেত্রীর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, আফরোজা খানম রীতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুল কাদির ভূইয়া জুয়েল, তাবিথ আউয়াল, নাজিম উদ্দিন আলম, এস এ সাজু, যুবদলের মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, সেচ্ছাসেবক দলের রাজিব আহসান, শ্রমিকদলের মোস্তাফিজুর রহমান, মহিলা দলের সুলতানা আহমেদ, ছাত্রদলের রাশেদ ইকবাল খান, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানায়, বিকেলে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জেলা পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, এ সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। রিজার্ভ খালি করে তারা আইএমএফের কাছে যেতে বাধ্য হয়েছে। অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এজন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ। সরকার গণতন্ত্রকে হরণ করেছে। এ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) সিঙ্গাপুর গিয়েছিল চিকিৎসা করাতে। এসে বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন। আমি ওবায়দুল কাদেরকে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দিলাম। পুলিশ র‌্যাব ছাড়া কোথায় যুদ্ধ করবেন বলেন। আমরা খেলতে রাজি আছি।

তিনি বলেন, এখনও সময় আছে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার কাছে হাত পা ধরে মাফ চান। তিনি মাফ করলে করতেও পারেন। খালেদা জিয়ার পা ধরে বলেন, তত্বাবধায়ক সরকার দিতে রাজি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের পরিচালনায় আরো বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু, বেনজির আহমেদ টিটু, মাহমুদুর রহমান সুমন, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, কাজী মনিরুজ্জামান, আজহারুল ইসলাম মান্নান, ঢাকা মহানগরের প্রকৌশলী ইশরাক হোসেন, নারায়নগঞ্জ মহানগর বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপি নেতা মামুন মাহমুদ প্রমুখ।

সর্বশেষ