সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বরাবরের মতো আজ ১৪ অক্টোবর ২০২৩ শনিবার সকাল ১১ টায় গুপ্তচরা বেড়িবাঁধ দারুস সালাম মার্কেট সংলগ্ন পূর্ব পাশে গুপ্তচরা সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল রেলি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ।

- Advertisement -

বেলা ১২ টায় হাজী আবদুল্লাহ তৈয়বুর নুর দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার হল রুমে ‘বৃক্ষই জীবন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি আর, এস ইব্রাহিম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ।

বক্তব্য রাখেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের সমন্নয়ক-(৩) হুমায়ুন হাসান পাটওয়ারী, হাজী তৈয়বুর নুর মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, সংগঠনের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান মান্না, কার্যনির্বাহী সদস্য আরমান জাবেদ প্রমুখ।

সভায় বক্তারা বৃক্ষ নিধনের এই সময়ে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ বৃক্ষ রোপণের কর্মসূচির হাতে নিয়ে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সর্বশেষ