শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে দুই মিষ্টি দোকানকে জরিমানা

জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রাম মহানগরীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিকিকিনির অভিযোগে দুইটি মিষ্টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম সদরঘাট কালী বাড়ি এলাকায় বিভিন্ন মিষ্টান্নের দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানে মিষ্টিতে তেলাপাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা এবং বাসি মিষ্টি বিক্রির দায়ে বোস ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ দই, বিস্কুট ও কেক বিক্রির দায়ে মালাই নামে আরেকটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নাঈমা ইসলাম বলেন, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ভেজাল খাদ্যবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ভেজাল খাদ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালী বাড়ির কয়েকটি মিষ্টান্নের দোকানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মিষ্টিতে তেলাপোকাসহ নোংরা পরিবেশের কারণে বোস ব্রাদার্সকে ৫০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করায় মালাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ