শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিন ছবি সংযুক্ত

জেসাদ আলম সম্রাট : বাংলদেশ রেলওয়ে শ্রমিক লীগ চট্টগ্রামস্থ শাখা সমূহের উদ্যোগে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় সিআরবি কন্ট্রোল চত্বরে রেলওয়ে শ্রমিক লীগের সমাবেশ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অরুন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ মোঃ লোকমান হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতার মধ্যে সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক বাবু গকুল চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক রাখাল চন্দ্র দেওয়ানজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএম আবিদ হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার দীলিপ কান্তি ধর । শাখা সভাপতি ও সম্পাদকদ্বয়ের মধ্যে বক্তব্য রাখেন জনাব আশ্রাফ আলী, আব্দুল মালেক, বিমল বড়–য়া, মজিবুর রহমান, আব্দুল ওহাব, আব্দুর রশিদ, আবু সুফিয়ান, শাহরিয়ার পাপ্পু, মোঃ হাসমত আলী, নুরুন নবী, মোঃ শাহজাহান, মোঃ মর্তুজা, আশিষ কুমার, জাকির হাসান, জয়নাল আবেদীন, বিটু মল্লিক, মোঃ রাজিব, আব্দুল লতিফ, শাহাদাত হোসেন, সাজ্জাদ হোসেন, সাইমুম হোসেন, রকিবুল হাসান সার্জি, সান্তুনু দাশ, বাদশা, আবুল কাশেম, আলীফ মাইনু নির্জর, বাধন সরকার, আবু বক্কর সিদ্দিক, আব্দুল কাদের, মনোজ ধর, মোঃ সোহেল ও রিপন প্রমুখ। প্রধান অতিথি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির ভ‚য়সী প্রশংসা করেন এবং রেল ও রেল কর্মচারীদের উন্নয়নের জন্য তাঁর নানামূখী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও স্বাধীনতার পক্ষের শক্তির প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী জোটকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।

সর্বশেষ