হরতালের প্রভাব পড়েনি সীতাকুণ্ডে ,আওয়ামী লীগের দখলে রাজপথ

মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধিঃ-

- Advertisement -

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পালিত হয়েছে কেন্দ্র ঘোষিত বিএনপি-জামায়াতের নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার(২৯ অক্টোবর ২৩) সারাদেশে ন্যায় সীতাকুণ্ডে উপজেলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সাধারণ মানুষের কোন সাড়া দেখনি।অন্যদিকে সকালে রাজপথ দখলে নেয় সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।এসময় মিছিল,মোটরসাইকেল
শোভাযাত্রা বের করে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়,সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে সকাল- সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি।ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সকাল থেকে বিভিন্ন যান চলাচল স্বাভাবিক ছিল।এবং স্থানীয় যান চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোন গাড়ি দেখা মেলেনি।

প্রতিদিনের মত সরকারী বেসরকারি কারখানা গুলো চলছে। কর্ম স্বাভাবিক। অধিকাংশ দোকানপাট ও – কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে পরিবহন ও মানুষের বৃদ্ধি পাচ্ছে। কোথাও হরতালের প্রভার চোখে পড়েনি।সকাল থেকে উপজেলার ভাটিয়ারী,সোনাইছড়ি,কুমিরা,
বাশঁবাড়িয়া, সৈয়দপুর কলেজ রোডের – নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়। এছাড়াও উপজেলা সলিমপুর থেকে সৈয়দপুর পর্যন্ত উপজেলা আওয়ামী সম্পাদক এস এম আল মামুনের নেতৃত্বে বিশাল শোডাউন ও সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল করতে দেখা যায়।

এসময় বক্তারা বলেন,জননিরাপত্তা দিতে সীতাকুণ্ড আওয়ামীলীগ রাজপথে থাকবে। ২০১৮ সালের মতো তাদের অগ্নিস্থা করতে দেওয়া যাবে না।কোন অপশক্তি কে সীতাকুণ্ডের এক ইঞ্চি মাটি খ দেওয়া হবে না।আজ থেকে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত নেতাকর্মিরা মাঠে থাকবে বলে হুশিয়ারী দেন।

সর্বশেষ