পল্টনে যুবদলের মিছিল, করিম সরকারসহ ৩ নেতা আটক

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

- Advertisement -

রোববার দুপুরে পুরানা পল্টন এলাকায় থেকে বায়তুল মোকাররম এলাকা পর্যন্ত মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশ তিনজনকে আটক করেছে বলে অভিযোগ করেছেন নেতারা।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, জাহাঙ্গীর আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মিয়া রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার প্রমুখ।

যুবদলের যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ বলেন, মিছিল থেকে পুলিশ যুবদলের প্রচার সম্পাদক করিম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও সদস্য শাওন কে গ্রেফতার করেছে।

সর্বশেষ