spot_imgspot_img
spot_imgspot_img

চা পাতায় রং মিশিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

spot_img

নিজস্ব প্রতিবেদক::  চট্টগ্রামের ইয়ং কনকুমার ফুড প্রোডাক্টসের কারখানায় ভেজাল চা পাতা পাওয়া গেছে। এসব চা পাতায় মেশানো হয় ক্ষতিকর রং। আর অনুমতি ছাড়াই করা হয় প্যাকেটজাত। তাদের এমন দুই নম্বরি ধরা পড়েছে চা বোর্ডের অভিযানে।

- Advertisement -

সোমবার (২৯ জানুয়ারি) নগরীর এ কে খান এলাকায় অবস্থিত ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টসের ওই কারখানায় অভিযান চালায় চা বোর্ড।

অভিযানে রঙ মেশানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এছাড়া একাধিক অভিযোগের দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক ইউনুস মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেনম অভিযান পরিচালনাকালে চায়ে রং মেশানোর বিষয়টি হাতেনাতে প্রমাণ পেয়েছি আমরা। জিজ্ঞাসাবাদে মালিক ইউনুস মিয়া জানান, ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি কালার সংগ্রহ করেন। ঐ কালার (রং) ১৫ গ্রাম করে প্রথমে ৫ কেজি চায়ের সাথে মিশ্রিত করেন এরপর সেই ৫ কেজি চা ৫০ কেজি চায়ের সাথে ব্লেন্ডিং করে ফ্যানে শুকিয়ে প্যাকেটজাত করেন। ইউনুস মিয়া ২০২২ সাল থেকে চায়ের ব্যবসা করে আসছেন। তিনি আরও জানান তার প্যাকেট করার লাইসেন্সও নাই।’

তিনি আরও বলেন, ‘ভোক্তার সঙ্গে প্রতারণা করেছেন। তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সব চা জব্দ করা হয় এবং তার লাইসেন্স বাতিল করা হবে, যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ