প্রিয় সংবাদ: এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে দক্ষিণ কোরিয়া। গোল করে ও করিয়ে ম্যাচের নায়ক দেশটির প্রজন্মসেরা খেলোয়াড় সন হিয়ুং মিন।
এটিতো গেল ম্যাচের সাধারণ বর্ণনা। এই ফলাফলের আড়ালে লুকিয়ে আছে একটি প্রতিশোধের গল্পও। অস্ট্রেলিয়ার কাছেই ২০১৫ সালের এশিয়ান কাপের ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছিল দক্ষিণ কোরিয়া। সেই ম্যাচে গোল করেও দলের ভাগ্য বদলাতে পারেননি সন। এবার সেটি করে দেখালেন প্রায় একক কৃতিত্বে।
২০১৫ সালের সেই ম্যাচের সঙ্গে এবারের ম্যাচেরও অদ্ভূত মিল। একই টুর্নামেন্ট, যদিও মঞ্চটা কোয়ার্টার ফাইনালের। প্রতিপক্ষও এক, তখনকার মতো এবারও ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে আর ম্যাচের ফলাফলও এক।
৯ বছর আগের হারের চোখরাঙানি এবারও কোরিয়াকে দিচ্ছিল অস্ট্রেলিয়া। ৪২ মিনিটে গোল দিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ক্রেগ গডউইন। কোরিয়া সমতায় আসে ম্যাচের অন্তিম মুহূর্তে। যোগ করা সময়ে শেষ বাঁশি বাজার মাত্র কয়েক সেকেন্ড আগে পেনাল্টি পায় দক্ষিণ কোরিয়া। সনকে বক্সে ফেলে দেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। নিপুণ দক্ষতায় দলকে সমতায় ফেরান হাওয়াং হি-চ্যান।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দেখা যায় সনের আসল ভেলকি। ১০৪ মিনিটে ফ্রি কিক পায় দক্ষিণ কোরিয়া। দারুণ এক বাঁকানো শটে গোল আদায় করে দক্ষিণ কোরিয়াকে প্রতিশোধের জয় এনে দেন সন। সেমিফাইনালে তারা লড়বে জর্ডানের বিপক্ষে।