অমর একুশে বইমেলায় ‘ভালোবাসার অজুহাত’ বইয়ের মোড়ক উন্মোচন

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:  অমর একুশে বইমেলায় নিলুফা ইয়াসমিন জয়িতার কাব্যগ্রন্থ ‘ভালোবাসার অজুহাত’ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

মুদ্রণশিল্প হতে প্রকাশিত ৮৪টি কবিতার সমন্বয়ে একটি চিত্তাকর্ষক সংকলন এটি। যাতে,প্রেমস্নেহ,প্রকৃতির মোহনীয় সৌন্দর্য এবং দেশপ্রেমের গভীর চেতনা চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে। কাব্য গ্রন্থের প্রতিটি কবিতায় কবি তাঁর হৃদয়ের গহিনে লালিত সৌন্দর্যের কাব্যিক চিত্র এঁকেছেনএবং আবেগের একটি প্রাণবন্ত, পাঠকদের প্রেমের সুক্ষম নৃত্যে নিজেকে নিমজ্জিত করাতে,প্রকৃতির শ্বাসরুদ্ধকর সূক্ষ্ণমতা উপলব্ধি করাতে এবং দেশপ্রেমের স্পন্দন অনুভব করাতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিটি শ্লোকের সাথে লেখক দক্ষতার সাথে তাঁর স্বপ্নের রাগিনীগুলোকে সংযুক্ত করে একটি সুরেলা সিম্ফনি তৈরি করেন যা মানুষের অভিজ্ঞতার সাথে অনুরণিত হয়। এই সংগ্রহটি লেখকের জীবনের বিভিন্ন দিকগুলোকে নান্দনিক শব্দ চয়নে,দক্ষতার শৈল্পিকতায় সুন্দর বাক্যগঠনে, আধুনিক কাব্যিক চিন্তার মাধুর্যতায় একটি বাস্তব রুপ যা পাঠকের জন্য মনমুগ্ধকর এবং চিন্তা-উদ্দীপক। লেখিকা ও কবি নিলুফা ইয়াসমিন জয়িতা বলেন,এই কাব্যগন্থটি পাঠকদের হৃদয়ে এক নতুন দুয়ার উন্মোচিত করবে এবং হৃদয়গ্রাহী হয়ে থাকবে এ বিশ্বাষ রাখি।

সর্বশেষ