নবগঠিত কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগরের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির সহ নব নির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। আজ ২ মার্চ বিকাল তিনটায় নগরীর জিমনেসিয়াম মোড় থেকে মিছিল শুরু করে দলীয় কার্যালয় নাসিমন ভবনে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। নেতৃদ্বয় বলেন, নবগঠিত কেন্দ্রীয় ছাত্রদলের কমিটির মাধ্যমে আন্দোলন সংগ্রামে ত্যাগের মূল্যায়ন এর প্রতিফলন ঘটেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটি সফল নেতৃত্ব নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান ও বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল কে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। আশা করি এই কমিটির মাধ্যমে সারাদেশে ছাত্রদলের নবজাগরণ তৈরি হবে। তৃণমূলের আস্থাভাজন এই নেতৃবৃন্দের সুচিন্তিত নির্দেশনায় সংগঠন আরো শক্তিশালী ও দক্ষ হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পী, মোঃ আনাস, নুর নবী মহররম, সদস্য যথাক্রমে দেলোয়ার হোসেন শিশির, মাহমুদুল হাসান রাজু, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

সর্বশেষ