চট্টগ্রাম মহানগরীতে ইয়াবাসহ গ্রেফতার-১

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীতে ৪৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদককারবারী হলেন, আপন দাশ (২৫)। আজ সোমবার নগরীর কোতোয়ালী থানা মোড়স্থ জামে মসজিদের সামনের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক আপন দাশ চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন মধ্য মুজাফারাবাদ কালী বাড়ির এলাকার সুজিত দাশের ছেলে।

থানা সূত্রে আরো জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশি করে সর্বমোট ৪৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, গোপন খবরের ভিত্তিকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ