বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে ত্রিশ লাখ টাকার জাল নোটসহ পুলিশের হাতে আটক ২

বৃহস্পতিবার,১২ এপ্রিল,২০১৮

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে আটক করেছে । গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদের হাজ্জীপাড়ার আবদুর শুক্কুরের ছেলে মো. আনোয়ার হোসেন (৩২) ও একই এলাকার সামসুল ইসলামের ছেলে মো. জাহেদ হোসেন (২২)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জাল নোট তৈরি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ও পাঁচশ টাকা সমমানের ৩০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।’ তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে লোহাগাড়ার পশ্চিম আমিরাবাদে তাদের নিজ বাড়ি থেকে জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, সিপিইউ, জাল নোট তৈরির উন্নত প্রিন্টার, জাল নোট কাটার মেশিন উদ্ধার করা হয়। এ সময় প্রস্তুতের প্রক্রিয়াধীন এক হাজার টাকার ৩০৯টি, পাঁচশ টাকার ১০৫টি জাল নোটও উদ্ধার করা হয়।

সর্বশেষ