চট্টগ্রামে পুলিশের সাজোয়া যান ভাঙচুর, পুলিশ বক্সে হামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ওয়াসায় পুলিশের সাজোয়া যান ও পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে। আন্দরকিল্লা থেকে বের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণমিছিল থেকে এ হামলার ঘটনা ঘটে। গতকাল

- Advertisement -

শুক্রবার পৌনে চারটার দিকে আন্দোলনকারীদের মিছিল ওয়াসার দিকে যাওয়ার পথে আন্দোলনকারীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ তুলে। এরপর ওয়াসার মোড়ে পুলিশের সাজোয়া যানে দেখে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এরপর সাজোয়া যানটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে চলে গেলে আন্দোলনকারীরা ওয়াসা মোড়ের পুলিশ বক্স ভাঙচুর করে।

এরআগে জুমার নামাজ শেষে আন্দরকিল্লা মোড় থেকে গণমিছিলটি লালদিঘী এবং রাইফেল ক্লাব হয়ে নিউমার্কেট মোড়ে আনুমানিক ১৫ মিনিট অবস্থান নেয়। পরে সহস্রাধিক আন্দোলনকারীর উপস্থিতিতে মিছিলটি টাইগারপাস মোড়ের দিকে অগ্রসর হয়। সেখানেও দীর্ঘক্ষণ অবস্থান করে। এরপর মিছিলটি ওয়াসার দিকে যায়। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।

সর্বশেষ