spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে ৬ শতাধিক লোকের চলাচলের সড়ক বন্ধ:প্রতিনিয়ত দূর্ভোগ

spot_img

 

- Advertisement -

মনোয়ারা সুলতানা : চট্টগ্রামে ছয় শতাধিক লোকের চলাচলের সড়ক বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের নিত্যদিন দূর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রামের পটিয়ার সাতগাছিয়া কাজী বাড়ি সড়কে এমন দূর্ভোগ পোহাচ্ছে চলাচলরত বাসিন্দারা। একই সাথে ওই সড়কের নামে তোরণও ভাংচুৃর করা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে এ ব্যাপারে মৌলানা আবু মোহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে আবু মোহাং মোতাচ্ছেম বিল্লাহ (সম্পদ) সহ অজ্ঞাতনামা ১০/১২জনকে অভিযুক্ত করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ নেয়ামত উল্লাহ অভিযোগটি এস.ডি,আর (নং-৬৮) হিসেবে গ্রহন করার কথা স্বীকার করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পটিয়ার হাঁইদ গাঁও ইউনিয়নের বি ও সি সড়ক থেকে দক্ষিণমূখী ‘ সাতগাছিয়া কাজী বাড়ি সড়ক” টি গত ২৯ মে উপজেলা স্থানীয় সরকার কর্তৃক ব্রীক সলিং করা হয়। একই সাথে সড়কের নামে একটি তোরণ নির্মান করা হয়। এ সড়ক দিয়ে দৈনিক ৬শ’ উপরের লোক চলাচল করে আসছে। গত ১৩ জুলাই সকাল ১০ টায় অভিযুক্ত আবু মোহাং মোতাচ্ছেম বিল্লাহ ১০/১২ জন লোকবল নিয়ে সড়কে তোরণটি ভাংচুর করে রাস্তাটি বন্ধ করে দেন। এ বিষয়ে মোহাং মোতাচ্ছেম বিল্লাহ (সম্পদ) এর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ