সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত

 

- Advertisement -

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। লঘুচাপের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দেশে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত গতকাল সন্ধ্যার পূর্বাভাসে জানা যায়, আজ চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভবনাও রয়েছে।

সর্বশেষ