ময়লার ডিপো থেকে ভাত, রুটিসহ খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করে বিক্রি করার বিরোধ থেকে চট্টগ্রাম নগরীতে জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯ টার দিকে নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো এলাকার টিজি কলোনিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে জসিমের গলায় ছুরি বসানো হয়েছে। শ্বাসনালী কেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে জসীমের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, মাছের খামারে খাবারের উচ্ছিষ্ট বিক্রির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে পুলিশ নজরদারিতে রেখেছে।
তবে জসিমের পরিবারের অভিযোগ বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের চাচা বশির আহমদ জানান, ময়লার ডিপোর সাথে লাগানো তাদের বাসা। ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আমার ভাতিজা বিএনপি করত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছিল। মূলত আমার ভাতিজা বিএনপি নেতা খসরুর গ্রুপের রাজনীতি করতো। বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এর পিছনে আওয়ামী সন্ত্রাসীদের মদদ রয়েছে বলে তিনি জানান।