বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

ভারতের অবৈধ বেড়া রুখে দিচ্ছে বাংলাদেশ, কড়া অবস্থানে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর সীমান্তে সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে জেলার ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্ত পয়েন্টে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ।

- Advertisement -

এরপর থেকেই সীমান্তবর্তী ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির নওগাঁ-১৪ পত্মীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি বলেন, ব্যাটালিয়নের আওতাধীন অন্যসব এলাকায় বেড়া থাকলেও বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। সেখানকার দেড়শ গজের মধ্যে কিছু অংশে ভারতের পুকুর ও বাড়িঘর পড়েছে। সকালে ওই অংশটুকুকে বেড়ার মধ্যে রেখে কাঁটাতার স্থাপনের চেষ্টা করছিলো বিএসএফ। আন্তর্জাতিক আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া নির্মাণ সম্পূর্ণ অবৈধ। তাই বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া হয়। এরপর কাজ বন্ধ রেখে পিছু হটে বিএসএফ।

মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনার পর বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, পতাকা বৈঠকে এর প্রতিবাদ জানানো হবে। কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হলে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আবারো পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে। সীমান্তে এ ধরনের অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে আছে বিজিবি।

সর্বশেষ