জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান এবং তার স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
গত বছর কোরবানির ঈদে মতিউর রহমানের ছেলে ১২ লাখ টাকা মূল্যের একটি ছাগলের ছবি ফেসবুকে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের সম্পদের অনুসন্ধান শুরু করে। চলতি বছরের ৬ জানুয়ারি দুদক অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ, মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতা এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করে।
দুদকের অনুসন্ধানে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। এছাড়া, তাদের ব্যাংক হিসাব, মোবাইল ফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।