স্কুল শিক্ষিকাকে জোরপূর্বক র্ধষর্ণের চেষ্টাকালে গণপিটুনী দিয়ে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক
বাদী সাদিয়া সুলতানা সেতু (২৫), পিতা-বশির আহম্মেদ, মাতা-ইয়াছমিন আক্তার, সাং- মধ্যে মোহরা দেওয়ান মুন্সি সড়ক, ৫নং ওয়ার্ড, হাজী আলী আহাম্মদ কেরাণীর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম এজাহার দায়ের করেন যে, বাদী মোহরা পাইলট একাডেমী স্কুলের শিক্ষিকা এবং আসামী দেদুল বড়ুয়া (৩২) উক্ত স্কুলের প্রধান শিক্ষক। গত ১৫/০১/২০২৫খ্রি; তারিখ দুপুর অনুমান ০১:১৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা চেয়ারম্যান কলোনী, কুলাপাড়া পাইলট একাডেমী স্কুল এর প্রধান শিক্ষকের অফিস কক্ষের ভিতর আসামী দেদুল বড়ূয়া (৩২) অফিস কক্ষের দরজা বন্ধ করে বাদীকে ঝাঁপটে ধরে ফ্লোরে শোয়াইয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পথচারী/রাস্তায় চলাচলরত লোকজন আগাইয়া আসিয়া উক্ত দরজা ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করে উত্তেজিত জনতা আসামীকে  গণপিটুনী দেয়।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ লুৎফুর আহসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ১৫/০১/২০২৫খ্রি; তারিখ দুপুর অনুমান ০১:৫০ ঘটিকার সময় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া উত্তেজিত জনতার নিকট হইতে আসামী  দেদুল বড়ুয়া (৩২), পিতা-মিলন বড়ুয়া, মাতা-মীরা বড়ুয়া, সাং-মিলনবাবুর বাড়ী, সোনাইছড়ি বেতবুনিয়া, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে-মধ্যম মোহরা চেয়ারম্যান কলোনী, কুলাপাড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক মামলার বাদীকে উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১৬, তারিখ-১৫/০১/২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪) (খ) রুজু হয়।

সর্বশেষ