বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

আমি কারাগারে বৈষম্যের শিকার : সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক

কারাগারে বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থী শামীম হত্যাচেষ্টার মামলার রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় এ অভিযোগ করেন তিনি।

- Advertisement -

এদিন সকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ড শুনানির জন্য বুধবার পলককে আদালতে নেওয়া হয়। এ সময় পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আড়াই মাস ধরে কারাগারে পলকের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বৈষম্যের শিকার। তাকে অন্তত পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়ার অনুরোধ করেন তিনি।

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী মানিক মিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনি অন্যতম আসামি।

২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া নিহত হন। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, যেখানে পলক দ্বিতীয় এজাহারনামীয় আসামি।

পলককে ১৫ আগস্ট নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে মোট ৪৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি ইতোমধ্যে ৩১ দিন রিমান্ডে ছিলেন।

কারাগারে থাকাকালীন পলকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি কোমরের ব্যথায় ভুগছেন এবং লো কমোড ব্যবহার করতে পারছেন না। এ কারণে তার আইনজীবীরা আদালতে হাই কমোডের ব্যবস্থা করার আবেদন করেছেন।

এদিকে, আদালতে পলকের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেছেন, কারণ বারবার রিমান্ডে নেওয়া সত্ত্বেও নতুন কোনো তথ্য উদঘাটন হয়নি। তারা প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পলকের বিরুদ্ধে আরও মামলার সম্ভাবনার কথা উল্লেখ করে রিমান্ডের পক্ষে যুক্তি দিয়েছেন।

এছাড়া, পলকের বিরুদ্ধে নাটোরের সিংড়া উপজেলায় জামায়াত নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক অভিযোগ করেছেন যে, পলকের নির্দেশে তাকে অপহরণ করে হাতুড়িপেটা করা হয়, যার ফলে তার হাত-পা ভেঙে যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং তিনি বর্তমানে কারাগারে আছেন।

সর্বশেষ