বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

চবিকে অস্থিতিশীল করার পায়তারাকারীদের শাস্তির দাবীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা এবং ছাত্রদলের প্রীতিভোজে হামলাকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

- Advertisement -

আজ রবিবার চবি ছাত্রদলের পূর্বঘোষিত ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে চবি শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে যা চাকসু ভবন অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়।

এবং বিক্ষোভ মিছিল পরবর্তী চবি প্রক্টরের সাথে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ প্রদান করে চবি ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় প্রক্টরের সাথে মতবিনিময় করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

এসময় প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নিশ্চয়তা প্রদান করেন।

সর্বশেষ