চট্টগ্রাম ওয়াসার তালিকাভুক্ত ব্যাংক/শাখা, গ্রামীণফোন, বিকাশ, নগদ ও রকেট ব্যতীত অন্য কোনো মাধ্যম বা ব্যক্তির সহায়তায় পানির বিল পরিশোধ না করতে গ্রাহকদের অনুরোধ করেছে ওয়াসা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে গ্রাহকদের বিলের টাকা আত্মসাৎ করে আসছিল চট্টগ্রাম ওয়াসার একটি চক্র। গ্রাহকের প্রায় ২৫ লাখ টাকার বিল আত্মসাতের অভিযোগে সোমবার (২০ জানুয়ারি) দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। এ কারণে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি জারি করেছে।
চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। গ্রাহকদের বিলের টাকা আত্মসাৎ করার পেছনে আরো কারা কারা জড়িত তাও তদন্তে বের হয়ে আসবে। এই কারণে আমরা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি ,যাতে গ্রাহকরা ওয়াসার তালিকাভুক্ত ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা কর্মচারীর কাছে বিলের টাকা না দেন।’
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘ধারণা করছি এই ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে নতুবা এতো বড় জালিয়াতি করা সম্ভব না। আইনি পদক্ষেপ নেয়া হয়েছে, তদন্তে বের হয়ে আসবে।’
উল্লেখ্য, গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা আদায় করে ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখালেও, আদতে সেই টাকা ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা করতো না ওই চক্র। প্রাথমিক তদন্তে প্রায় ২৫ লাখ টাকার অনিয়ম শনাক্ত করেছে কর্তৃপক্ষ।