বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামের পটিয়ায় গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুটির মা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

- Advertisement -

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রেল স্টেশনস্থ জমিরিয়া মাদ্রাসা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুটি পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আজিজুর রহমান সওদাগরের বাড়ির জুবায়েরের ছেলে।

জানা গেছে, বেলা ১২টার দিকে পটিয়া রেল স্টেশনস্থ জমিরিয়া মাদ্রাসার সামনে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে মা-বাবার সঙ্গে থাকা শিশুটি হাত থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ