অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি স্বাধীনভাবে সংবাদমাধ্যম কাজ করার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, ‘সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ।’
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্যনগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহণের আহ্বানের পাশাপাশি বিনিয়োগে আহ্বান জানান।’ ডেপুটি প্রেস সচিব বলেন, ‘চট্টগ্রামে বিনিয়োগ হলে লাভবান হবে পুরো দেশ। কারণ চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফ লাইন।’
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি। কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, আলমগীর অপু। মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমীর, হাসান মুকুল ও ওয়াহিদ জামান প্রমুখ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, ‘এই সরকার বৈষম্যবিরোধী সরকার। সারাদেশে যেন সুষম উন্নয়ন হয় সরকার সে জন্য আন্তরিক।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপ-তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’