বৃহস্পতিবার,১২ এপ্রিল,২০১৮
প্রিয় সংবাদ ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠান নিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে। থাকছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বে থাকবে তিন হাজার পুলিশ সদস্য, অনুষ্ঠানস্থলে থাকবে সিসি ক্যামেরা, পুলিশের পাশাপাশি থাকবে সোয়াট ও বোমা ডিসপোজাল টিম।
বৃহস্পতিবার সকালে সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিরেন নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।
আমেনা বেগম বলেন, নগরীর ডিসি হিল এবং সিআরবির শিরীষতলায় বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করা, ভুভুজেলা, বাজি, পটকা বহন ও না ফোটানো, বড় ব্যাগ, পোটলা এবং পানির বোতল ব্যবহার না করা, নির্ধারিত প্রবেশপথ ও বাহিরপথ দিয়ে অনুষ্ঠানে চলাচল করা, বর্ষবরণ-বিদায় অনুষ্ঠানস্থলে কেউ যাতে বিস্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য সকল দর্শনার্থীকে আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ বাধ্যতামূলক করা। ডিসি হিল ও সিআরবিতে সিমএমপি পুলিশ কমিশনারের নিজ উদ্যোগে পানির ব্যবস্থা থাকবে।’
তিনি বলেন, ‘নগরীর ডিসি হিলের অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য বৌদ্ধ মন্দিরের সামনে ও পাহাড়িকা স্কুলের সামনে দুটি আর্চওয়ে থাকবে। পাশাপাশি বোস ব্রাদার্স, এনায়েত বাজার মহিলা কলেজ রোড, লাভলেইনরোড, মোমিন রোডের নির্ধারিত স্থান থেকে গাড়ি চলাচল বন্ধ থাকবে। এসব এলাকার নির্ধারিত পয়েন্টথেকে ডিসি হিলের অনুষ্ঠানস্থলে দর্শনার্থীদের হেঁটে আসতে হবে। অন্যদিকে সিআরবি শিরীষতলায় বর্ষবরণ ও বিদায়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য উম্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়, সিআরবি পুলিশ ফাঁড়ির সামনে, টাইগারপাসের কাঠের বাংলো রোডে ৬টি আর্চওয়ে গেইট থাকবে। এসব এলাকার নির্ধারিত স্থান থেকে গাড়ি চলাচল থাকবে। এসব এলাকার নির্ধারিত পয়েন্ট থেকে সিআরবির শিরীষতলার অনুষ্ঠানস্থলে দর্শনার্থীদের হেঁটে ঢুকতে হবে।’
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) বলেন ‘এবার নগরীর ডিসি হিল, সিআরবির শিরীষতলা, এমএ আজিজ স্টেডিয়াম, পতেঙ্গা সী-বীচ এলাকাসহ নগরীর ১৬টি থানা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এসব এলাকায় নিরাপত্তার জন্য সিএমপির পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বর্ষবরণের সকল অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করে অনুষ্ঠানস্থল থেকে দর্শনার্থীদের চলে যেতে হবে।’বাংলাদেশ প্রতিদিন