spot_img

ছাত্র শিবিরকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে ছাত্রদলের: ড. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় কুয়েটে ঘটে যাওয়া ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা নিয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান। তিনি তার বিশ্লেষণে তুলে ধরেছেন এই সংঘর্ষের কারণসহ বিভিন্ন দিক। এমন সংঘর্ষ এড়াতে বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলোর করণীয়ও উঠে আসে তার আলোচনায়।

- Advertisement -

মূলত তিনি বিরোধীতা করেছেন সংঘর্ষের সময় ছাত্রদলের দেওয়া স্লোগানের। তার মতে এভাবে স্লোগান দেয়া উচিত হয়নি তাদের, এসময় ছাত্র শিবিরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কথাও বলেন তিনি। ড. জাহেদ উর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রশিবির এরা একত্রে ছিলেন বিপরীতে ছাত্রদল, তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

একটা বিভৎস ব্যাপার চোখে পড়লো সেটা নিয়ে কথা বলি, এই ঘটনার পর খুলনায় একটা জমায়েতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ছে যেখানে বোঝা যাচ্ছে এটা ছাত্রদলের একটা সমাবেশ বা জমায়েত, সেখান থেকে একটা দুইটা শিবির ধর ধইরা ধইরা জবাই কর এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে, বিভৎস স্লোগান যে স্লোগানটা গণজাগরণ মঞ্চে দেয়া হয়েছিল।

আমি এই স্লোগানের খুব স্ট্রংলি কনডেম করি এবং একজন দুজনও এই স্লোগান দিতে পারে না বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে ছাত্রদলকে এটা নিশ্চিত করতে হবে।’এই রাজনৈতিক বিশ্লেষকের মতে সকলেরই রাজনীতি করার অধিকার রয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে তিনি নন এটিও পরিস্কার করেন আর জামায়াত শিবিরের রাজনীতি তিনি পছন্দ না করলেও তাদের রাজনীতিও বন্ধ করার পক্ষে তিনি ছিলেন না আর প্রতিটি দলেরই রাজনীতি করার অধিকার রয়েছে বলেও তিনি তার আলোচনায় উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ছাত্রশিবির বা জামায়াতের রাজনীতি আমি পছন্দ করি না আমি বিরোধিতা করি খুব প্রকাশ্যভাবে। জামায়াত এবং ছাত্রশিবির আদতে কতটুকু গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আলাদাভাবে একদিন সে নিয়ে কথা বলবই, ইনফ্যাক্ট সাম্প্রতিক সময়ে যা ঘটেছে সেটার ভিত্তিতে কিন্তু এই দেশের নিয়মতান্ত্রিক যে রাজনীতি এদেশের সাংবিধানিক যে রাজনীতি সেটা মেনে নিয়ে তারা রাজনীতি করছেন সুতরাং তারা এই রাজনীতি করবেন তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে তাদের বিরুদ্ধে সেভাবেই দাঁড়াতে হবে।

রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমানের মতে প্রতিটি দলকেই এই সংঘর্ষের জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আর এই ধরণের স্লোগান যারা দিয়েছে তাদেরকেও খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। তার মতে কথার লড়াইয়ে না গিয়ে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।

সর্বশেষ