spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে তিন কিশোর অপরাধী গ্রেফতার

spot_img

সিরাজুল আলম টিপু : চট্টগ্রামে তিন কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায় ছিনতাইয়ের ঘটনার পর গতকাল বুধবার এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাতকানিয়ার উত্তর ঢেমশার চৌধুরীহাট এলাকার আবুল হোসেনের ছেলে সাকিব (১২), একই উপজেলার ছদাহা আজিমপুরের মোক্তার আহমেদের ছেলে মো. রায়হান (১৬) ও চন্দনাইশের কসাইপাড়া এলাকার মো. মিয়ার ছেলে মো. হোসেন (১৭)।স্থানীয় তালিকাভুক্ত সন্ত্রাসী রিদোয়ানের নেতৃত্বে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে চলে যাওয়ার পর অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে।
সেল ফোনে সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, সাতকানিয়ার রাস্তারমাথা এলাকার একটি ব্রিজের ওপর গত ১৬ জুলাই একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় আবদুল হামিদ নামে এক ব্যক্তির পেটে ছুরি ঠেকিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী রিদোয়ানের নেতৃত্বে ৪ কিশোর অপরাধী টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। পরদিন ছিনতাইয়ের শিকার আব্দুল হামিদ বিষয়টি এলাকার লোকজনকে জানান এবং ওইদিন রাতে প্রতিদিনের ন্যায় বাড়ি ফেরার পথে সাতকানিয়ার রাস্তার মাথা এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর অপরাধী সাকিবকে দেখে চিনে ফেলেন। স্থানীয়দের সহায়তায় তখন তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় দ্রæত বিচার আইনে আবদুল হামিদ মামলা দায়ের করেন জানিয়ে ওসি আরও বলেন, কিশোর অপরাধী সাকিবের দেওয়া তত্তে¡র ভিত্তিতে অভিযান চালিয়ে অপর কিশোর অপরাধী মো. রায়হান (১৬) ও মো. হোসেনকে (১৭)গ্রেফতার করা হয়। ছিনতাইয়ে জড়িত কিশোর অপরাধী রায়হান (১৫) ও নেতৃত্বদানকারী তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রিদোয়ানকে গ্রেফতারে অভিযান চলছে। আজ (গতকাল) বুধুবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ