spot_img

সয়াবিন তেল গুদামে মজুত করে রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

দোকানে সয়াবিন তেল প্রদর্শনীতে না রাখা ও বিক্রি না করে গুদামে মজুতের অভিযোগে চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর রিয়াজউদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।

- Advertisement -

অভিযানে সিদ্দিক আহমেদ চৌধুরী স্টোরকে ৫০ হাজার টাকা ও মমিন রোডে অবস্থিত মেসার্স শরীফ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, রমজান উপলক্ষে মঙ্গলবার নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে রিয়াজউদ্দিন বাজারে অবস্থিত সিদ্দিক আহমেদ চৌধুরী স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা গেছে, সয়াবিন তেল নেই দাবি করে ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে না। অথচ দোকানে প্রদর্শনীতে সয়াবিন তেল না থাকলেও গুদামে প্রচুর তেল মজুত করা ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, মমিন রোডে অবস্থিত মেসার্স শরীফ স্টোর নামে আরও একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেখানেও দেখা গেছে, ক্রেতার কাছে বিক্রি না করে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করে রেখেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মজুদ করা সয়াবিন তেল থেকে প্রায় ২০০ লিটার সরাসরি স্থানীয় ক্রেতাদের কাছে প্রকৃত মূল্যে বিক্রি করা হয় বলেও জানান তিনি।

সর্বশেষ