চট্টগ্রাম নগরের ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে রয়েছে ১৫ বছর বয়সী এক শিশুও।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে গণমাধমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তাররা হলেন— মো. নেজাম উদ্দীন (৩৮), মো. আল আমিন (২৯), বাঁশী আর্চায্য (৩৪), মো. জাবেদ হোসেন (৩৮), মো. নাহিদুল হক (২৮), দেলোয়ার হোসেন (২৩), মিল্টন দাশ (৩৮), ফখরুল ইসলাম (৩০), মো. শাহীন (১৯), মো. মানিক প্রকাশ রিয়াদ (২৮), মো. জাহাঙ্গীর (৩৬), মো. নুরুল আবছার (৫৩), ওয়াহিদুল আলম মাস্টার (৭০), মো. আরিফ (২১), মো. আব্দুল হান্নান (২৬), মো. দিদারুল আলম চৌধুরী (৫০), বাছেক উদ্দিন (২৮), মো. শাকিব (২৫), মো. রাজন (২৮), নাইম হোসনে (২০), মো. মাঈন উদ্দিন (১৮), মো. আরমুনুল হক (১৮), কৃষ্ণ দেব (১৮) এবং মো. শাহ আলম পিংকু (৩১)।
গ্রেপ্তার অন্যরা হলেন—আনোয়ার হোসেন শান্ত (২৯), তোফায়েল আহাম্মদ প্রকাশ রিয়াজ (৩১), মোহাম্মদ আলী (২৯), মো. সোহেল (৩৫), মাসুম প্রকাশ বকলেস মাসুম (৩৭), মো. সফিক (৩৮), মো. মুরাদ (৩৩), মো. আলাউদ্দনি (৩৯), মো. সাইফুল (২৬), মো. তৌফিক এলাহী (২১), মো. নুরুল আফসার (৩৪), আব্দুর রহমান জুয়েল (২৩), আবুল কালাম (৩৬), মোছা. শামিমা আক্তার (২৬), মো. ফয়সাল (২৬), মো. সজিব (১৫), মো. বেলাল (২৮) এবং রুবেল প্রকাশ সুমন (২০)।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।