spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

spot_img

 

- Advertisement -

জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। গতকাল সকাল ১১ টায় চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের ১১ দফা দাবি উত্থাপন করেন ও নানাবিধ অভিযোগ তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষিতে অন্যান্য সংস্থার কর্তৃপক্ষের সাথে তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দেন। এছাড়াও তিনি ট্রাক টার্মিনালের ব্যাপারে মেয়রকে বিষয়টি তিনি অবগত করবেন বলে জানান। কাষ্টম ব্রীজের নীচে দখল করে রাখা লরি টার্মিনালের বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। তিনি পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন। সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াছমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও অন্যান্য পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ