spot_imgspot_img
spot_imgspot_img

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
spot_img

ম্যাচের যা আগ্রহ ছিল, প্রথম ইনিংসে ইংলিশরা ১৭৯ রানে অলআউট হয়ে যাওয়ার পরই শেষ হয়ে গিয়েছিল। আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে বাদ পড়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিল সেমিফাইনালে। ইংল্যান্ডের অল্পেতে অলআউট হওয়ার ফলে প্রোটিয়াদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ৭ উইকেটে ইংলিশদের উড়িয়ে তারা বি গ্রুপের সেরা দল হয়ে চলে গেছে শেষ চারে।

- Advertisement -

শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৭৯ রান তুলে অলআউট হয়, খেলতে পারে মোটে ৩৮.২ ওভার। মার্কো ইয়ানসেনই মূলত তাণ্ডবটা চালিয়েছেন ইংল্যান্ড ব্যাটিং লাইন আপের ওপর। ফিল সল্ট আর বেন ডাকেটকে ফিরিয়ে যে ধাক্কাটা দিয়েছিলেন দলটাকে, সেটা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। কোনো ব্যাটার ফিফটি পাননি। সর্বোচ্চ ৩৭ রান এসেছে জো রুটের ব্যাট থেকে।

সব প্রোটিয়া বোলারই নিদেনপক্ষে একটি করে উইকেট নিয়েছেন। ইয়ানসেন ৩ উইকেট নিয়ে ইনিংস শেষ করেছেন, সঙ্গে ভিয়ান মুলডারও পেয়েছেন ৩ উইকেট। কেশভ মহারাজ ২টি, লুঙ্গি এনগিদি আর কাগিসো রাবাদা পেয়েছেন একটি করে উইকেট।

জবাবে ৪৭ রানে ২ উইকেট খুইয়ে দক্ষিণ আফ্রিকাও কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। তবে হাইনরিখ ক্লাসেন আর রাসি ফন ডার ডাসেন মিলে তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে সে ধাক্কা সামলান। আদিল রশিদের শিকার হয়ে ক্লাসেন যখন ফিরলেন, তখন ৬ রানের দূরত্বে প্রোটিয়ারা।

এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা গ্রুপসেরা হয়েই শেষ চারে উঠল। অস্ট্রেলিয়া হলো গ্রুপ রানার্স আপ। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ভারত আর নিউজিল্যান্ড। দুই দলই শেষ চার নিশ্চিত করে ফেলেছে। ফলে তাদের ম্যাচের ফল এবার নির্ধারণ করবে শেষ চারে কে কাদের বিপক্ষে খেলবে।

এদিকে টানা তিন হারের পর ইংল্যান্ড এ টুর্নামেন্ট থেকে ফিরছে আট দলের সবচেয়ে বাজে দল হয়ে। বাংলাদেশের লাভই হয়েছে তাতে। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা, এ টুর্নামেন্ট তাই তারা শেষ করছেন ষষ্ঠ স্থানে থেকে। যার ফলে ষষ্ঠ দলের প্রাইজমানি হিসেবে প্রাইজমানি হিসেবে এখন বাংলাদেশ পাবে ৪ লাখ ৭৫ হাজার ডলার।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ