সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা ২০-২৫ জন যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা।
রোববার (২ মার্চ) দুপুরে ওই মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী বাসযাত্রী নাজমুল হুদা বলেন, দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।
পরে বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার জন্য থামলে ডাকাতদের কবলে পড়ে। এসময় ৫-৬ জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্রের মুখে বাসের যাত্রীদের মানিব্যাগ ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।
এরপর তারা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জাগো নিউজকে জানিয়েছেন, রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা শুনেছি। গাড়িটি যাত্রী নিয়ে ঢাকায় চলে গেছে।
এরই মধ্যে আমরা গাড়ির চালকের সঙ্গে কথা বলেছি, গাড়িটি থানায় নিয়ে আসতে বলেছি। বিষয়টি জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের একই স্থানে শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে একই কায়দায় তিন যাত্রীকে ছুরিকাঘাত করে ডাকাতির ঘটনা ঘটে।