- Advertisement -
আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী সংবর্ধনা মঞ্চে পৌঁছান। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্তি এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করায় শেখ হাসিনাকে এই সংবর্ধনা দেয়া হচ্ছে। সংবর্ধনা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। এসব সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। সংবর্ধণার কারণে প্রধান প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
কোন কোন সড়কে যানবাহন না চলায় গণপরিবহন পাচ্ছেন না সাধারণ যাত্রীরা।