জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। এটা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেছেন তিনি।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে অমর্ত্য সেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারের চ্যালেঞ্জ, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়সহ নানা ইস্যুতে কথা বলেছেন। সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর নামও নিয়েছেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তাঁর বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই।’
অমর্ত্য সেন যে দেশে এবং সমাজে বসবাস করেন, তাঁকে সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করার জন্য পরামর্শ দেন শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর ধর্মনিরপেক্ষতার (সেক্যুলারিজম) নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে।জামায়াতের আমির আরও বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে অমর্ত্য সেন যা বলেছেন, তা তিনি তাঁর বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো।
জামায়াত নেতা বলেন, সংখ্যালঘু বলে অমর্ত্য সেন যাদের চিহ্নিত করেছেন, সেই সব ভাই-বোনের ওপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দেওয়ার জন্য ভারতীয় অর্থনীতিবিদকে পরামর্শ দেন তিনি। শফিকুর বলেন, ‘পারবেন না। কারণ, আপনারা সীমাবদ্ধ সুশীল।’