ভূয়া স্বাক্ষরের নিয়োগপত্র দিয়ে ৪০ লক্ষ টাকা আত্মসাত : ৯ জন শিক্ষিত বেকার যুবক বিপাকে

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূয়া স্বাক্ষরের নিয়োগপত্র দিয়ে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ৫ নং সার্কেলের টিও কর্পোরেশনে এই ভুয়া নিয়োগপত্র দিয়ে ৪০ লক্ষ হাতিয়ে নেয়ায় ৯ জন শিক্ষিত বেকার যুবক বিপাকে পড়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে মহানগরীর ডবলমুরিং থানাধীন এলাকার আবদুল কুদ্দুছ নামে এক যুবক চসিক এ একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কর্পোরেশনের ৫ নং সার্কেলের টিও জানে আলম জানুকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে চসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামছু দ্দোহা বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছেনা। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কর্পোরেশনের সচিব মো. আবুল হোসেন বলেন, ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। এ অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন।
অভিযোগে জানা গেছে, টিও জানে আলম জানুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তিনি ফুটবল খেলোয়াড় হিসেবে কর্পোরেশনের টিমে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেছিলেন। পরবর্তীতে স্বাস্থ্য সহকারী হিসেবে যোগদান করে কিন্তু হঠাৎ আলাদিনের চেরাগের মত রাতারাতি স্বাস্থ্য সহকারী থেকে ক্রোকী কর্মকর্তা, ক্রোকী কর্মকর্তা থেকে ডিটিও (ভারপ্রাপ্ত)। ডিটিও ভারপ্রাপ্ত থেকে টিও ভারপ্রাপ্ত দায়িত্ব পান। জানু কর্পোরেশনের লেক ভিউর প্লট এ ভূয়া বরাদ্দ পত্র দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে টাকা আত্মসাত করেন। যার কারণে তাকে কর্পোরেশনে অফিস থেকে ধরে নিয়ে যায়। পরে এক কাউন্সিলরের পায়ে ধরে কোন রকমে প্রতারণার টাকা কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করে রক্ষা পায়।
অভিযোগে আরো উল্লেখ রয়েছে, জানে আলম জানু টিও পদ পদবী ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জনে সক্ষম হয়ে ৯ জন সাধারণ শিক্ষিত বেকার যুবককে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভূয়া স্বাক্ষরের নিয়োগপত্র দিয়ে ৪০ লক্ষ টাকা আত্মসাত করেন। যাহা টিও জানে আলমের সাক্ষাতকার ও প্রতারণার শিকার নিরীহ শিক্ষিত যুবকদের সাক্ষাতকার সহ একটি চ্যানেলে প্রচারিত হয়। এ বিষয়ে টিও জানে আলম জানুর সাথে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ