যমুনার গেট ছেড়ে মিন্টো রোডে জুলাই মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে মঞ্চ। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি সমর্থন করেন, তাঁরা এই মঞ্চ থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ‎

- Advertisement -

আজ ‎শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়।

বেলা ১২টা ২ মিনিটে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের নেতৃত্বে মিছিল নিয়ে মঞ্চের দিকে যাওয়া শুরু করেন বিক্ষোভকারীরা। সেখানে বাদ জুমা বড় ধরনের জমায়েত করার প্রস্তুতি চলছে। সর্বস্তরের মানুষকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বেলা ১২টা ২০মিনিটের দিকে মঞ্চেই জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
মঞ্চ তৈরির দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী আসবেন। এ ছাড়া গতকাল রাতেই এনসিপির বিক্ষোভে সমর্থন জানায় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনে বাড়ছে জমায়েত। যমুনার সামনের সড়কে স্থান সংকুলান হবে না বিবেচনায় মিন্টু রোডে ফোয়ারার মোড়ে মঞ্চ তৈরির সিদ্ধান্ত হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।

রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।

সর্বশেষ