- Advertisement -
চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড়ে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ জুলাই) সকাল সোয়া এগারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস এর অপারটর সরওয়ার জাহান জানান, আগুন নিয়ন্ত্রণে ৩টি ইউনিটের ১৩টি গাড়ি চেষ্টা চালাচ্ছেন। তবে অগ্নিকান্ডের কারন জানাতে পারেননি তিনি।
ডিবির ওসি আব্দুর রহিম জানায়, ডিবি কার্যালয়ে দ্বিতীয় তলায় ৫নং সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে বলতে পারছি না।
ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ২০ মিনিটের মধ্যে বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।