উখিয়ায় ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

 

- Advertisement -

উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত জনপদ পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গাকে আটক করেছে। আজ মঙ্গলবার সকালে উখিয়া থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
কক্সবাজার র‌্যাব ৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বালুখালী জুমেরছড়া গ্রামের মৃত ছৈয়দ মোস্তফার ছেলে জাফর আলম (৪২), একই এলাকার আব্দুর রহিমের ছেলে গফুর মিয়া (৩২) ও মৃত জামাল হোছনের ছেলে মোঃ ছলিম (২৮)। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।
উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ খাইরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ