চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ের মোহরার মল্লর বাড়ির অগ্নিকাণ্ডে প্রাণ গেল আরেকজনের। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন গীতা রানি ঘোষ (৬৫)। বুধবার ভোরে মারা গেলেন তাঁর নাতনি শশী ঘোষ (১২)। শশী জামালখান সেন্ট মেরী’স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
- Advertisement -
জানা গেছে, মঙ্গলবার দগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে দগ্ধ শশীর বাবা বিপ্লব ঘোষ (৪৯) ও মা কনা ঘোষ (৩৫) এখনো ঢাকায় চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, দিদার মৃত্যুর পর নাতনির চলে যাওয়া শোকে ভাসছে পুরো পরিবার।