spot_imgspot_img
spot_imgspot_img

রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল, শিক্ষক নিয়োগ পরীক্ষা অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক
spot_img

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে কোটাবিরোধী ঐক্যজোট ঘোষিত ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলবে।

- Advertisement -

হরতালের কারণে বাঘাইছড়ি ও আশপাশের এলাকার হাজারো পরীক্ষার্থী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এতে অনেক যোগ্য প্রার্থী মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন।
হরতাল সমর্থকরা জানান, জরুরি সেবা যেমন হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও ওষুধের দোকান কর্মসূচির বাইরে থাকবে। কিন্তু সিএনজিচালিত অটোরিকশা, দূরপাল্লার গাড়ি এবং নদীপথে লঞ্চ চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে স্বচ্ছতার ঘাটতি, কোটা বাণিজ্য এবং নানা অনিয়ম চলছে। পাশাপাশি ২০২২ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের মধ্যে এবার যোগ্য তালিকায় অনেকে বাদ পড়েছেন এবং বয়সসীমা কমানোর কারণে প্রার্থীরা হতাশার মুখে পড়েছেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এখনো পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।

প্রসঙ্গত, জেলা পরিষদের সহকারী শিক্ষক পদে মোট ৪৬২টি শূন্যপদ রয়েছে। চলতি বছরের বিজ্ঞপ্তিতে প্রায় সাত হাজার প্রার্থী আবেদন করেছেন। হরতালের কারণে নিয়োগ পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ