- Advertisement -
আফসানা মিমি : রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু করেছে কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (কেএসআরএম)। চট্টগ্রামসহ সারাদেশে দিনমজুর ও রিকশাচালকদের মধ্যে এই রেইনকোট বিতরণ করা হচ্ছে। বর্ষায় টানা বৃষ্টি থেকে অসহায়দের বাঁচাতে গত কয়েকদিন ধরে রেইনকোট দেওয়া শুরু করে দেশের শীর্ষস্থানীয় এ শিল্প প্রতিষ্ঠানটি। জনকল্যাণমূলক এ কাজটি কেএসআরএম প্রতিবছরই বর্ষা মৌসমে করে থাকে। এ ধারাবহিকতায় রেইনকোট বিতরণ প্রতিবছর অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।
স¤প্রতি চট্টগ্রামের আগ্রাবাদ বারেক বিল্ডিং এলাকায় দিনমজুর ও রিকশা চালকদের মধ্যে রেইনকোট বিতরণ করেন কেএসআরএম’র সহকারী ব্র্যান্ড ম্যানেজার মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার মিজানুল হক প্রমুখ।