চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত

 

- Advertisement -

চট্টগ্রামে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় বৃহস্পতিবার ভোররাতে রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জাকির হোসেন ও ডালিম শেখ নামে দু’জনের পরিচয় পাওয়া গেছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী এসপি মিমতানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় মাদকবাহী একটি গাড়িকে র‌্যাবের একটি টহল দল থামার সংকেত দেয়। এসময় গাড়ি থেকে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এসময় দু’জন পালিয়ে গেলেও ৩ জনের লাশ উদ্ধার করা হয়।

পরে গাড়িতে তল্লাশি করে ১২০ কেজি গাঁজাসহ ২টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের এ কর্মকর্তা আরে জানান, এ ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ